প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান তিন দিনের সফরে আজ ৮ নভেম্বর (সোমবার) রাতে খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ৯ নভেম্বর সকাল নয়টায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র খুলনা ক্যাম্পাসে খুলনা জেলা প্রশাসন ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র যৌথ আয়োজনে বাংলা ভাষার নীতিবাণী সমৃদ্ধ কাব্যগ্রন্থের প্রণেতা কবি কৃষ্ণচন্দ্র মজুমদার’র মৃত্যু শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিকেল তিনটায় তিনি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মভূমি পরিদর্শন করবেন এবং সন্ধ্যা ছয়টায় জিয়া হল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ