খুলনা মহানগরী এলাকার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এনজিও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা আজ শনিবার সকাল ১০টায় নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনখুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মানোন্নয়নের মাধ্যমে খুলনাকে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগ এবং কর্মরত এনজিও সমূহের কার্যক্রম আরো জোরদার এবং সমন্বয় সাধন করা দরকার। তিনি বলেন, স্যানিটেশন বিষয়ে ব্যাপক জনসচেতনতার মাধ্যমে মানুষকে ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যায় উদ্বুদ্ধ করে তাদের অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে।
তিনি ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরো সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যে কোন মূল্যে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে।
তিনি স্যানিটেশন মাস অক্টোবর ২০১৪’ যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কে এম হুমায়ুন কবীর, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, প্রধান নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান বিশ্বাস, প্রধান রাজস্ব অফিসার মোঃ শাহনেওয়াজ তালুকদার, প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, প্রধান স্বাস্থ্য আধিকারিক ডা. এ কে এম আব্দুল্লাহ, নাগরিক ফোরাম-খুলনার চেয়ারপার্সন শেখ আব্দুল কাইয়ুম,সহকারী কঞ্জারভেন্সী অফিসার এস কে এম তাছাদুজ্জামান, এসএনভি’র প্রকৌশলী শহিদুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ