ভ্রাম্যমান বাজার অভিযানে আজ খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়, খানজাহান আলী রোড ও রয়্যাল মোড় এলাকার আট টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা জরিমানা করা হয়।
নোংরা পরিবেশে খাবার তৈরী, বাসি খাবার দিয়ে নুতন খাবার তৈরী করা ও বাসি খাবার বিক্রি করার দায়ে ডাকবাংলার মোড় এলাকার আল্লাহরদান বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা, নোংরা পরিবেশে খাবার তৈরীর দায়ে ঢাকা বিরিয়ানী হাউজকে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা,পণ্যের গায়ে মূল্য নিজের ইচ্ছামত ব্যবহার করার দায়ে আদি হাওড়া বেকারীকে ১২ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা, পণ্যের গায়ে মূল্য নিজের ইচ্ছামত লিখে ব্যবহার করা ও বাসি পিজা, পেটিস বিক্রয় করার দায়ে হাওড়া বেকারীকে ৩০ হাজার টাকা, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি করা ও কসমেটিকস পণ্যের গায়ে মূল্য নিজের ইচ্ছামত লিখে ব্যবহার করার দায়ে দেশ কর্ণারকে পাঁচ হাজার টাকা, নোংরা পরিবেশে চানাচুর তৈরী ও উৎপাদনের তারিখ সঠিকভাবে না থাকার দায়ে খানজাহান আলী রোড’র বিউটি চানাচুর ফ্যাক্টরীকে পাঁচ হাজার টাকা, নোংরা পরিবেশে খাদ্য তৈরী, দুধের ক্রিমের মধ্যে তেলাপোকা ও ফ্রিজের মধ্যে সিদ্ধ নুডুলস্ ও কাঁচা মাংস একসাথে রাখার দায়ে হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালকে ৪০ হাজার টাকা এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরী ও বাসি খাবার বিক্রয় ও রাখার দায়ে হোটেল গ্রীল হাউজকে ২০ হাজার টাকাসহ মোট আট টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩, ৪২ ও ৫১ ধারায় মোট এক লক্ষ ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
এই অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান সমূহের নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,খুলনা বিভাগীয় কার্যালয় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক সৈয়দ রবিউল আলম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম, কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সদস্য শরীফুল ইসলাম সেলিম ও মনোজ দাস, পরিবেশ অধিদপ্তরের মো: মোস্ত্মফা এবং মহানগর পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ