বে-সরকারী সংস্থা লোকজ’র উদ্যোগে খুলনা পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে আজ অনুষ্ঠিত হয় ‘খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অধিকার সংরক্ষণে জাতীয় প্রচারাভিনের বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস বলেন, কৃষিতে নারীর স্বীকৃতি নিশ্চিৎ করতে হলে মজুরী বৈসম্য বিলোপ করতে হবে। আর কাজের ক্ষেত্রেও নারী পুরুষের চেয়ে অধিক মনোযগী। বর্তমান সরকার সরকারী প্রকল্পে নারী ও পুরুষ শ্রমিকদের মজুরী সমান নির্ধারন করেছে।
অনুষ্ঠানে আগত নারী কৃষক সাবিহা খাতুন, অনিমা সরকার ও নাজনিন আক্তার তাদের দৈনন্দিন কৃষি কর্মকান্ড বর্ণনা করে বলেন, মাঠে তারা পুরুষের সমান তালে কাজ করে বাড়ি ফিরে আবার পরিবারের রান্না করেন, হাস-মুরগী-গরু-ছাগল পালন করেন অথচ মজুরীর বেলায় পুরুষের চেয়ে কম পেয়ে থাকেন। এই বৈসম্য শুধু আর্থিক নয় অসম্মানজনকও, যার অবসান জরুরী বলে তারা দাবি জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সম্পাদক,ডেইলি ট্রিবিউন, ফেরদৌসী আলী, ভাইস চেয়ারম্যান, বটিয়াঘাটা উপজেলা, নিতাই গায়েন, বুলু গাঙ্গুলী,সুশিলনের লুৎফুন্নেসা, মারুফ বিল্লা, মোস্তাফিজুর রহমান, কৃষক শাকিলা খাতুন, তানভির মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, খুলনা, কাজী আনিসুজ্জামান।
অনুষ্ঠানে জুরি বোর্ড কর্তৃক নির্বাচিত মহিলা কৃষকদের পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার অর্জন করেন বটিয়াঘাটার কৃষক নাজনিন আক্তার নিপা, দ্বিতীয় হন যশোরের কৃষক শাকিলা খাতুন এবং তৃতীয় হন বাঘারপাড়ার কৃষক পূর্ণীমা রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লোকজ’র নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকার।
by
সর্বশেষ মন্তব্যসমূহ