মাদকের সাথে কোন আপোস করা হবে না, গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে নবনিযুক্ত পুলিশ কমিশনার

মাদকের সাথে কোন প্রকার আপোস করা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চদ্র মাঝি।

তিনি আজ সকালে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তাঁর বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নগরীতে সম্প্রতি ডাকাতির উপদ্রুপ দেখা দিয়েছে। এই ডাকাত দলকে যদি আমরা চি‎হ্নিত করতে না পারি তাহলে সেটা হবে পুলিশ বিভাগের ব্যর্থতা। তিনি কেএমপির দায়িত্ব পালনে সংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য দিলে কেএমপি দ্রুত ব্যবস্থা নিতে পারবে।

নিবাস চন্দ্র মাঝি গত ২১ অক্টোবর খুলনা মেট্রপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালে পুলিশ সার্ভিসে যোগদান করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা কেএমপিতে একটি মিডিয়া সেল গঠনসহ দ্রুত সংবাদ সরবরাহের ব্যবস্থা রাখার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় খুলনা রেজ্ঞের ডিআইজি এস এম মনিরুজ্জামানসহ কেএমপির অফিসারগণ উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *