খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন আয়োজিত শেখ কামাল নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লীগ -২০১৪ এর উদ্বোধন হয় গতকাল ২০ অক্টোবর বিকাল ৪ টায় খুলনা জেলা স্টেডিয়ামে।
শেখ কামাল নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লীগের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ।
লীগের উদ্বোধনী খেলায় বিকাল ৪.৩০ মিনিটে মুখোমুখি হয় ইয়ং বয়েজ ক্লাব বনাম ইয়ং রেডসান ক্লাব। খেলাটি ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। রেডসান ক্লাবের পক্ষে দু’জন বিদেশী খেলোয়াড় অংশগ্রহন করে। আজ বিকাল ৩ টায় জেলা স্টেডিয়ামে মুখোমুখি হবে উইনার্স ক্লাব বনাম বলাকা স্পোটিং ক্লাব।
গতকাল খেলাটি পরিচালনা করনে আব্দুর রহমান ঢালী। সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন মনির ঢালী, আলী আকবর ও এসএম সোহেল।
by
সর্বশেষ মন্তব্যসমূহ