যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রইলো সর্বোচ্চ আদালোতের চূড়ান্ত রায়েও, ফলে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদন্ডের নির্দেশ দেওয়া হয়েছে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ সোমবার এই রায় ঘোষণা করে।
বেঞ্চের বাকি সদস্যরা হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় ও চতুর্থ অভিযোগে গণহত্যার দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিল।
এর মধ্যে তৃতীয় অভিযোগে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সোহাগপুরে ১২০ জন পুরুষকে ধরে নিয়ে হত্যার দায়ে আপিল বিভাগের চার বিচারপতি সর্বসম্মতভাবে আসামি কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করেছে। আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ