অনলাইনে ভিসার ই-টোকেন পূরণের নামে জালিয়াতির অভিযোগে খুলনায় তিন প্রতারককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বেলা দুপুরে নগরীর গোবরচাকা মোড়ের এস্টেট ব্যাংক অব ইন্ডিয়া সংলগ্ন পরশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামক একটি প্রতিষ্ঠান থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, প্রতিষ্ঠান মালিক পলাশ সাহা (৩৫), কর্মচারী মোহাম্মদ আলী (২ন৪) এবং ঘর মালিক গোবরচাকা এলাকার আব্দুল খালেক (৫৭)। তাদের নিকট থেকে ৩টি ল্যাপটপ, ১টি প্রিন্টার ও ২৯টি জাল সিল উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা শাখার পরিদর্শক সুরেশ চন্দ্র হালদার জানান, আটককৃতরা অনলাইনে ভিসার ই-টোকেন পূরণের নামে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, কলেজ অধ্যাপক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের কর্মকর্তাদের নামে জাল সিল ও ভুয়া ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে জালিয়াতি করে আসছিল।
by
সর্বশেষ মন্তব্যসমূহ