আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে বর্তমানের মুজিবনগরে মুক্তিযুদ্ধকালিন প্রবাসী সরকার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
মুজিবনগর দিবস উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ এপ্রিল সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শিশু একাডেমীতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও জেলা তথ্য অফিস সন্ধ্যায় রূপসা ঘাটে সিনেমা প্রদর্শন করবে। খুলনা বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।
মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপংকর বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ