আগামীকাল ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৫। খুলনায় দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সকাল আটটায় কাস্টম্স অফিস প্রাঙ্গণ থেকে নগরীর শিববাড়ী মোড় পর্যন্ত অনুষ্ঠিত হবে র্যালী। সকাল ১০টায় ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তায় কাস্টম্স এর ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে খালিশপুরস্থ মংলা কাস্টম হাউসের সম্মেলন কক্ষে ।
সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মুহাম্মদ মিজানুর রহমান মিজান এমপি, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) হুসেইন আহমেদ, খুলনা কাস্টমস্ এন্ড এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট’র কমিশনার ড. মোহাঃ আল-আমিন প্রামাণিক এবং খুলনা চেম্বারের প্রেসিডেন্ট কাজি আমিনুল হক।
by
সর্বশেষ মন্তব্যসমূহ