খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খুলনায় ঐতিহাসিক ৭ মার্চ  উদযাপিত হচ্ছে। খুলনা মহানগর আওয়ামী লীগ দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে  ৭ মার্চ শনিবার সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট খন্দকার মুজিবুর রহমান, অধ্যাপক ফকির আবু হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে নগরীর প্রতিটি ওয়ার্ড কার্যালয় ও ইউনিট অফিসে। এ ছাড়া সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন- মহানগর আওয়ামী লীগ সভাপতি  তালুকদার আব্দুল খালেক, এমপি এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান, এমপি।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *