জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের দ্বিতীয় দিন খুলনায় হরতাল প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। যথারিতী যানবাহন চলছে এবং দোকানপাটও খোলা আছে। হরতালের প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিন বৃহস্পতিবারও খুলনায় মাঠে নেই জামাত-শিবিরের নেতাকর্মীরা। হরতাল শুরুর পর থেকে কোথাও কোনো মিছিল কিংবা পিকেটিং হয়নি। কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি ।
নগরীর সড়কে ভারী যানবাহন চলাচল না করলেও রিক্সা, ইজিবাইক এবং কিছু কিছু গাড়ীও চলছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, যে কোনো ধরণের নাশকতা এড়াতে মহানগরীর ৮ থানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত দেড় হাজার পুলিশ, দুই প্লাটুন বিজিবি মোতায়েনসহ র্যাব’র টহল অব্যাহত রয়েছে।
গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদন্ডের শাস্তি দেওয়ার প্রতিবাদে জামায়াতে ইসলাম বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ