খুলনায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
আজ দিনভর এ উচ্ছেদ অভিযান চালানো হয়। তবে অভিযান ঠেকাতে ব্যবসায়ীরা ষ্টেশন রোড এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করে।
খুলনার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এ সময় রেলওয়ের পাকশি পশ্চিম বিভাগীয় ভূ-সম্পত্তি অফিসার মোস্তাক আহমেদসহ অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।
খুলনা রেলওয়ের সূত্রমতে, রেলওয়ের জমি লিজ নিয়ে নগরীর ষ্টেশন রোড ও লোয়ার যশোর রোডে মোট ৩৩১টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু খুলনায় আধুনিক রেল ষ্টেশন নির্মান কাজের জন্য জমির প্রয়োজন হলে চলতি বছর থেকে তাদের লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্টদের তাদের ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়। একাধিক দিন মাইকিং করে তাদের সরে যেতে বলা হয়। কিন্তু ব্যবসায়ীরা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে বুলডোজার দিয়ে ৫০টিরও অধিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ