খুলনার রূপসা নদীতে আজ বিকেলে ঐতিহ্যবাহী ১০ম নৌকাবাইচ প্রতিযোগিতা-২০১৫ অনুষ্ঠিত হয়। খুলনা নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এ প্রতিযোগিতার আয়োজন করে । বিকেলে নগরীর কাস্টম ঘাটে এর উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা পরিষদ প্রশাসক বলেন, বাঙ্গালী জাতির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ নৌকাবাইচ প্রতিযোগিতা। আবহমান কাল থেকে এ প্রতিযোগিতা গ্রাম বাংলার মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম হিসেবে প্রচলিত রয়েছে। তিনি উপভোগ্য এ নৌকাবাইচ প্রতিযোগিতাকে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ প্রতিযোগিতায় দুইটি গ্রুপে মোট ২৫টি নৌকা অংশগ্রহণ করে। ‘বড়গ্রুপ’-এ ১ম হয় ডুমুরিয়া থেকে আগত ‘মা গঙ্গা’ এবং ‘ছোটগ্রুপ’-এ ১ম হয় কয়রা থেকে আগত ‘সোনার তরী।’ ১নম্বর কাস্টম ঘাট থেকে রূপসা সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এবং নদীর দু’পাশে হাজার হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন। মেট্রোপলিটন পুলিশ, নৌ-পুলিশ, র্যা ব, কোস্ট গার্ড এবং গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য নৌকাবাইচ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
সন্ধ্যায় রূপসা সেতুর পশ্চিম প্রান্তে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সর্বশেষ মন্তব্যসমূহ