খুলনা জেলার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসী হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চলতি বছরের জন্য নবায়নের তারিখ ২০১৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ছাড়া সময় বৃদ্ধি করা হয়েছে।

পিস্তল ও রিভলবার লাইসেন্স নবায়ন ফি তিন হাজার টাকা এবং ১৫% ভ্যাট বাবদ চারশ পঞ্চাশ টাকা। বন্দুক (একনলা/শর্টগান)/ দোনলা বন্দুক/ রাইফেল লাইসেন্স নবায়ন ফি এক হাজার টাকা এবং ১৫% ভ্যাট বাবদ একশ পঞ্চাশ টাকা। লাইসেন্স ফি হিসাব নম্বর : ২২০০ ও কোড নম্বর : ১-২২১১-০০০০-১৮৫৯ এবং ভ্যাট হিসাব নম্বর : ১১০১ ও কোড নম্বর : ১-১১৩৩-০০০১-০৩১১ এ জমা দিতে হবে।

খুলনা জেলাধীন সকল থানার লাইসেন্স নবায়ন কার্যক্রম ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় করা হবে।

উল্লেখিত সময় ও স্থানে আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত হয়ে স্ব-স্ব আগ্নেয়াস্ত্র’র লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে অনুরোধ জানানো হয়েছে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *