খুলনা জেলা ম্যাজিস্ট্রেসী হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চলতি বছরের জন্য নবায়নের তারিখ ২০১৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ছাড়া সময় বৃদ্ধি করা হয়েছে।
পিস্তল ও রিভলবার লাইসেন্স নবায়ন ফি তিন হাজার টাকা এবং ১৫% ভ্যাট বাবদ চারশ পঞ্চাশ টাকা। বন্দুক (একনলা/শর্টগান)/ দোনলা বন্দুক/ রাইফেল লাইসেন্স নবায়ন ফি এক হাজার টাকা এবং ১৫% ভ্যাট বাবদ একশ পঞ্চাশ টাকা। লাইসেন্স ফি হিসাব নম্বর : ২২০০ ও কোড নম্বর : ১-২২১১-০০০০-১৮৫৯ এবং ভ্যাট হিসাব নম্বর : ১১০১ ও কোড নম্বর : ১-১১৩৩-০০০১-০৩১১ এ জমা দিতে হবে।
খুলনা জেলাধীন সকল থানার লাইসেন্স নবায়ন কার্যক্রম ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখায় করা হবে।
উল্লেখিত সময় ও স্থানে আগ্নেয়াস্ত্রসহ উপস্থিত হয়ে স্ব-স্ব আগ্নেয়াস্ত্র’র লাইসেন্স নবায়নের ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে অনুরোধ জানানো হয়েছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ