“বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় নারী কৃষকদের অবদানের স্কীকৃতি চাই, নারী কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য বাজারে বিক্রয়ের নির্দিষ্ট স্থান বরাদ্দ চাই” শীর্ষক এক লবি মিটিং তৃণমূল উন্নয়ন সংস্থা লোকজ’র উদ্যোগে খুলনা জেলা পরিষদের সাথে জেলা পরিষদ মিলনায়তনে ১৬ মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু। অতিথি হিসাবে ছিলেন, মাসাসের প্রধান নির্বাহী শামীমা সুলতানা শীলু, কৃষক নেতা শ্যামল সিংহ রায়, আইনজীবি এড. অলোকা নন্দা দাস, বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান নিতাই গাইন এবং মৃৎ শিল্প উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অসীম পাল।
আলোচকগণ কৃষিতে নারীদের সমান মজুরী ও নারীবান্ধব বাজারের বিষয়ে জোর গুরুত্বারোপ করেন। এছাড়াও নারীরা কৃষিক্ষেত্রে যে অনন্য অবদান রেখে চলেছেন সে বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালের কন্ঠের কৌশিক দে বাপ্পি. নারী নেত্রী রসু আক্তার, এ্যাওসেডের হেলেনা খাতুন, বেলা’র মাহফুজুর রহমান মুকুল, বঘিয়াঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, পরিবর্তন-খুলনা’র শেখ ইমরান ইমন, বটিয়াঘাটা নারী কৃষক ফোরামের সভাপতি আরতী মন্ডল, ছায়াবৃক্ষ’র মাহাবুব আলম বাদশা প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ