স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফ’র সহযোগিতায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ সকালে স্কুল হেলথ ক্লিনিকে খুলনা জেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আব্দুস সামাদ। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ইয়াছিন আলী সরদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক গুরু প্রসাদ ঘোষ, ইউনিসেফ’র জোনাল নিউট্রিশন অফিসার শারমিন শফিক, নিউট্রিশন সাপোর্ট অফিসার আব্দুল্লাহ এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
সভায় খুলনা পুষ্টি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সরকারের ১৩টি মন্ত্রণালয়ের জেলা পর্যায়ের অফিসার ও বিভিন্ন সহযোগী এনজিও’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা এ বিষয়ে তাদের কার্যক্রম এবং সুপারিশ তুলে ধরেন। এতে প্রসূতি মা, নবজাত শিশু এবং বাড়ন্ত শিশুদের পুষ্টির উন্নয়ন, পুষ্টি বিষয়ক বাস্তব চিত্র এবং স্বাস্থ্য সুরক্ষায় আচরণগত পরির্বতনে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ