খুলনা জেলা স্টেডিয়ামের এক দারোয়ান আব্দুল জলিলকে (৬০) দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে । ঘটনাস্থল থেকে তার রক্তাক্ত লাশ সোমবার সকাল সাড়ে ৮টায় উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, শাবল, হাতুড়ি ও ফুলের টব দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্টেডিয়ামের সংস্কার কাজে নিয়োজিত ১১ জন শ্রমিককে আটক করা হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, রবিবার রাত ১২টা থেকে সোমবার ভোরের মধ্যে যে কোন সময় জলিলকে হত্যা করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টেডিয়ামের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক বাবুল ও টুটুল জলিলকে হত্যা করেছে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ