জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভাগীয় সভা অনুষ্ঠিত

নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা এবং বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত আলোচনা সভা আজ সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ।

সভায় বিভিন্ন সরকারি অফিসে সিসি ক্যামেরা স্থাপনের জন্য স্ব স্ব মন্ত্রণালয়ে বাজেট প্রস্তাব করা এবং বিভিন্ন দপ্তরের অধিনস্থ অফিসগুলোর নিরাপত্তার বিষয়ে নজরদারি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধে মসজিদের ইমামদের ভূমিকা নেয়া, ইভটিজিং ও ভোক্তা অধিকার আইনের আলোকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার এবং ব্যাটারি চালিত যানবাহন চলাচল বন্ধ করা, সরকারি জমিতে অবৈধ স্থাপনা অপসারণ করা, শিক্ষা প্রতিষ্ঠানে অপরিচিত লোকের প্রবেশ বন্ধ করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর বিষয়ে আলোচনা করা হয়।

সভায় খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন অফিসারসহ বিভাগীয় পর্যায়ের অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *