ডেভেলপমেন্ট কর্পোরেশন কেএফডব্লিউ’র অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ আজ বৃহস্পতিবার সকালে জার্মানীর চার্জ দ্য এ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ফন ওয়েহ সহ বাংলাদেশস্থ জার্মান এ্যাম্বাসির কর্মকর্তাগণ পরিদর্শন করেন।
কেসিসি’র প্যানেল মেয়র মোঃ আনিসুর রহমান বিশ্বাস, বাংলাদেশস্থ জার্মান এ্যাম্বাসির কর্মকর্তা ফ্রিডরিক পিফার, কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন বনি, মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন, মোঃ মাহবুব কায়সার, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া ফারুক, প্রধান নির্বাহী অফিসার মোঃ আব্দুল হান্নান বিশ্বাস, সচিব এম ইদ্রিস সিদ্দিকী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, সিআরডিপি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, কেসিসি’র নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন সহ কেসিসি ও প্রকল্পের অন্যান্য অফিসারগণ এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল নগরীর রূপসা ফেরী ঘাট ও ভৈরব নদী সংলগ্ন বড় বাজার হতে জোড়া গেট এলাকায় প্রকল্পভুক্ত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ড. ফার্দিনান্দ ফন ওয়েহ অফিসারদের সাথে মতবিনিময় করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পসমূহ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ