নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চালু রাখার বিষয়ে খুলনা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আজ সকালে এক মতবিনিময় সভা খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক টিএম জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (সিএসবি) শেখ মনিরুজ্জামান মিঠু। সভায় মহানগরীর বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সকল প্রকার ভয়-ভীতির উর্দ্ধে থেকে শিক্ষকদের স্ব-স্ব দায়িত্ব পালন করা, ছাত্র-ছাত্রীদের স্কুলগামী করতে অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা করা, বিদ্যালয়ের শুরু ও ছুটির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সদস্যদের নিয়ে মহানগরীর সকল বিদালয়ের সামনে পুলিশি টহল দেয়া, নিরাপত্তার জন্য বিশেষ মনিটরিং সেল তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানে অপরিচিত লোকের প্রবেশ বন্ধ করা সহ বিদ্যালয়গুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
by
সর্বশেষ মন্তব্যসমূহ