বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ১৪২২ বঙ্গাব্দকে বরন করে নিতে সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্প’র আওতায় পরিবর্তন-খুলনা সেনহাটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে আয়োজন করেছিল দিন ব্যাপী এক বিশেষ উৎসব।
সকাল সাড়ে সাতটায় বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা। শোভা যাত্রায় অংশগ্রহণ করে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ স্থানীয় জনসাধারণ। এরপর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় চিত্রাংকণ, কবিতা আবৃত্তি ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতা। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো পার্শ্ববর্তী উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটক। এছাড়াও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান।
সবশেষে আলোচনা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সালেহা বেগম, পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা।
by
সর্বশেষ মন্তব্যসমূহ