প্রকৃচি বিসিএস সমন্বয় কমিটির (২৬ ক্যাডার) ননক্যাডার ও ফাংশনাল সার্ভিস খুলনার উদ্যোগে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের পাদদেশ আজ পেশাজীবীরা কর্মবিরতি পালন করেন।
পেশাজীবীদের সক্রিয় অংশ গ্রহণে শহীদ মিনারের পাদদেশ সমাবেশে পরিণত হয়। সমাবেশে সভাপততিত্ব করেন সংগঠনের খুলনার সভাপতি ডা.শেখ বাহারুল আলম্। ফারুখে আজম মুঃ আব্দুস ছালামের সঞ্চলনায় সমাবেশে বক্তৃতা করেন তৌহিদুজ্জমান, কৃষিবিদ অতুল কৃষ্ণ মল্লিক, রুহুল আমিন, ড.জাকির হোসন, ডা. অরুন মন্ডল, হারুনার রশিদ, সীমা চেীধূরি, ডা. বিধান চন্দ্র গোস্বামী, ডা. এস কে বল্লভ, ডা. বঙ্গ কমল বসু, মোঃ শামীম প্রমূখ।
সমাবেশ থেকে বাংলাদেশে প্রথম বারের মত খুলনা পেশাজীবী মঞ্চ গঠিত হয়। মঞ্চ’র উদ্বোধন করেন পেশাজীবী আন্দোলনের পথিকৃত ডা.শেখ বাহারুল আলম। তিনি সকল জেলায় পেশাজীবী মঞ্চ গঠন করে ঔপনিবেশিক অমলাতন্ত্রের বিরুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত পেশাজীবীরা অর্থ মন্ত্রীর পদত্যাগ দাবী করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ