সুন্দরবনের এক বনসদ্যু বাহিনীর প্রধান আমির হোসেন রাঙ্গা (৪১) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ১২ জানুয়ারি সোমবার ভোরে সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলার কুমারখালী চরে এ ঘটনা ঘটে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রিটি জানায়, রাঙ্গা উপকূলীয় অঞ্চল ও সুন্দরবনের আতঙ্ক ছিল। তার বিরদ্ধে খুন, অপহরণসহ একাধিক মামলা রয়েছে।
পাইগাছার হরিঢালী থেকে রোববার রাতে তাকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী কুমারখালী চরে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে থেকে ওৎ পেতে থাকা রাঙ্গা বাহিনীর অন্য সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশও গুলি চালালে রাঙ্গা নিহত হয়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি বন্দুক, বিপুল পরিমাণ গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় সূত্রটি।
by
সর্বশেষ মন্তব্যসমূহ