১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য : “স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকর।” ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি ও কজ্যুমারস এ্যসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র যৌথ উদ্যোগে আজ সকাল ১০ টায় খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুস সামাদ বলেন, খাদ্যের ভেজাল আমাদের জাতীয় স্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এর থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধতার সাথে কাজ করতে হবে। ভেজালের বিরুদ্ধে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সাথে সাথে ভোক্তাদের মাঝে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালাতে ক্যাব সহ সকলের প্রতি তিনি আহ্বান জানান।
বিশ্বব্যাপি ক্রেতা-ভোক্তা সংগঠন সমূহের আন্তর্জাতিক প্রতিষ্ঠান কনজ্যুমার্স ইন্টারন্যাশনাল’র আহ্বানে দিবসটি ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে আসছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা করেন খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ রবিউল ইসলাম ও ধারনা পত্র পাঠ করেন ক্যাব সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বাজার অফিসার আব্দুস সালাম তরফদার, ক্যাব সদস্য এ্যাড. কুদরত-ই-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জয়দেব চৌধুরী, খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক ডঃ মল্লিক আনোয়ার হোসেন, খুলনা ক্যাব সভাপতি এ্যাডঃ এনায়েত আলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম ওজিয়ার রহমান।
![Share on Facebook facebook](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/facebook.png)
![Share on Twitter twitter](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/twitter.png)
![Share on Google+ google_plus](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/google_plus.png)
![Share on Reddit reddit](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/reddit.png)
![Pin it with Pinterest pinterest](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/pinterest.png)
![Share on Linkedin linkedin](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/linkedin.png)
![Share by email mail](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/social/regular/96x96/mail.png)
![feather](http://www.sundarbansamachar.com/wp-content/plugins/social-media-feather/synved-social/image/icon.png)
সর্বশেষ মন্তব্যসমূহ