‘ক্ষুদ্র ঋণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচির মূল্যায়ন, বাস্তবায়ন ও প্রশিক্ষণ’ বিষয়ক দিনব্যাপী আঞ্চলিক কর্মশালা আজ খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
প্রধান অতিথির বক্তৃতায় মহাপরিচালক বলেন, সরকার ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্য মুক্ত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বেকার যুব ও যুব মহিলাদের নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। এতে যুবদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ দেশে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তিনি অফিসারদের মাঠ পর্যারে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (দারিদ্র্য বিমোচন ও ঋণ) মোঃ এরশাদ-উর-রশীদ। স্বাগত বক্তৃতা করেন খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
পরে প্রধান অতিথি ঋণ আদায় ও সামগ্রিক কার্যক্রম সন্তোসজনক হওয়ায় তিন জন অফিসারকে সনদপত্র প্রদান করেন।
খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং চুয়াডাংগা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, সহকারী পরিচালক, উপজেলা যুব উন্নয়ন অফিসার এবং ক্রেডিট সুপারভাইজাররা কর্মশালায় অংশগ্রহণ করেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ