খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ বলেছেন, কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বজায় রেখে সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের আরো যত্নশীল এবং অভিভাবকদের দায়িত্বশীল হতে হবে।
মেয়র আজ বুধবার দুপুর ১২টায় কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ভারপ্রাপ্ত মেয়র শিক্ষার্থীদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা বেগম, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মেহজাবিন খান সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এর আগে মেয়র স্কুলের শিক্ষকমন্ডলীর সাথে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় মেয়র শিক্ষকদের আন্তরিকতার সাথে স্বীয় দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, যে কোন মূল্যে শিক্ষার মান সমুন্নত রাখতে হবে।








সর্বশেষ মন্তব্যসমূহ