পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের নন্দবালা খালে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু মাইঝ্যা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। ১০ মে রোবিবার ভোর ৫টা থেকে ৫টা ৪৫ মিনিটের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হ’ল মাইঝ্যা বাহিনীর উপ-বাহিনী প্রধান আলমগীর (৩৫) এবং রিপন (৩০) নামে অপর এক বনদস্যু। র্যাব’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় ঘটনাস্থল থেকে দু’টি রাইফেল, দশটি দেশি-বিদেশি বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান, এবং একশ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানান তিনি।
by
সর্বশেষ মন্তব্যসমূহ