সুন্দরবনে বাঘ আর হরিণ হত্যার উৎসব চলছে। এ অবস্থা চলতে থাকলে অদূর ভবিষ্যতে বাটি চালান দিয়েও আর বাঘ পাওয়া যাবে না, অথচ সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার, যার পাহারায় নিয়জিত রাখা হয়েছে সমগ্র সুন্দরবন বন বিভাগ কে। প্রতিদিনই দস্যুদের হাতে মৃত্যুর মিছিলে সামিল হচ্ছে বিশ্বখ্যাত বাঘ আর হরিণ, এ অবস্থায় প্রশ্ন উঠেছে তা হলে বন বিভাগ করছেটা কি ? তারা কি শুধু বন উজাড় করে গণি মিয়া হতে ব্যাস্ত ?
উল্লেখ্য, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছয়’র সদস্যদের অভিযানে আজ সাতক্ষীরার আশাশুনি উপজেলায় একটি বাঘের চামড়া ও চারটি হরিণের চামড়াসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে । আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার বুধহাটা এলাকা থেকে ওই দস্যুদের গ্রেপ্তার করা হয়।
র্যাব- ছয়’র সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ