সুন্দরবনে তিন বনদস্যু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, আজ বৃহস্পতিবার সকালের দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কাতলারখাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব ৮’র একটি সূত্র জানায়, নিহতরা বনদস্যু ‘সাগর-সৈকত বাহিনী’ নামে একটি দস্যুদলের সদস্য। এদের মধ্যে দুজনের নাম- সাদ্দাম হোসেন (২৬) ও সোহেল (২৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
সূত্র মতে, সকালে ওই এলাকায় সাগর-সৈকত বাহিনীর সদস্যরা অবস্থান করছে জানতে পেরে সেখানে অভিযানে যায় র্যাব।
এ সময় তারা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি করে। সকাল ৭টা থেকে প্রায় ৮টা পর্যন্ত গোলাগুলি হয়। পরে দস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে নয়টি একনলা বন্দুক, দুটি পাইপগান, একটি পিস্তল, অর্ধশতাধিক বন্দুকের গুলি, একটি মোবাইল ফোন, বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও একটি সোলার প্যানেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
by
সর্বশেষ মন্তব্যসমূহ