১৯৭১ গণহত্যা আর্কাইভ ও যাদুঘর ট্রাস্ট, খুলনা’র উদ্যোগে ২৫ মার্চ কে আন্তর্জাতীক গণহত্যা দিবস হিসেবে জাতীসংঘের ঘোষণার দাবিতে আজ সন্ধ্যায় আলোর মিছিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেস ক্লাব থেকে মোমবাতী মিছিল শুরু হয়ে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শেষ হয়।
মিছিল শেষে গণহত্যা আর্কাইভ ও যাদুঘর ট্রাস্ট’র সহ-সভাপতি সাংবাদিক গৌরাঙ্গ নন্দী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ, মুক্তিযুদ্ধের একদম শুরুতে পাকিস্তানী হানাদার বাহিনী একদিনে প্রায় ৫০ হাজার মানুষ হত্যা করে।
তিনি বলেন, ইতিহাসের এই নৃশংস হত্যাকান্ডকে জাতিসংঘ বিশ্ব গণহত্যা দিবস ঘোষণা করুক, ১৯৭১ গণহত্যা আর্কাইভ ও যাদুঘর’র উদ্যোগে সারাদেশে অনুষ্ঠিত আলোর মিছিল থেকে জাতিসংঘের নিকট এই দাবি জানানো হচ্ছে। একই সাথে আর্কাইভ বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে, বাংলাদেশ সরকারও জাতিসংঘের নিকট সরকারী ভাবে এই দাবি উত্থাপন করুক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর্কাইভ’র সাধারণ সম্পাদক শঙ্কর কুমার মল্লিক, কোষাধ্যাক্ষ শিশির কুমার শীল, সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, ডাঃ আনোয়ার সাদাত তুহিন, ডাঃ দেবনাথ তালুকদার, অধ্যাপক অমল কুমার গাইন, ডাঃ মোঃ হাসান, ডাঃ হিমেল সাহা,কবি দুখু বাঙ্গাল প্রমুখ।
by
সর্বশেষ মন্তব্যসমূহ