খুলনা জেলা কনভারজেন্স কমিটির বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটি ক্ষমতায়ন কর্মসূচি (এলসিবিসিই)’র আওতায় খুলনা জেলা কনভারজেন্স কমিটির বার্ষিক পর্যালোচনা সভা আজ খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল।

ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ সভায় নারী ও শিশু কেন্দ্রিক সামাজিক উন্নয়নে তৃণমূল পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানকল্পে-২০১৪ সালে গৃহীত বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করা হয়। সভায় তৃণমূল পর্যায়ে শিশুদের সার্বিক কল্যাণে বিদ্যমান কমিটির কার্যক্রমে সমন্বয় এবং ২০১৫ সালের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণে অংশগ্রহণকারীদের মতামতও নেয়া হয়।

স্থানীয় সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহের সক্ষমতা বৃদ্ধি এবং স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, নিরাপদ পানি, জন্মনিবন্ধন, বাল্যবিবাহ রোধে বিদ্যমান সরকারি সেবাসূহ গ্রহণে জনগণকে সচেতন করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ঘটানোই এলসিবিসিই কর্মসূচির উদ্দেশ্য।

সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব স্থানীয় সরকার উপ-পরিচালক হাবিবুল হক খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার, দাকোপ উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিসেফের কর্মকর্তাবৃন্দ।

এতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *