খুবিতে বসন্তবরণ উৎসব পালিত

আজ পহেলা ফাল্গুন খুলনা বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ উৎসব উপলক্ষ্যে বাংলা ভাষা ও সাহিত্য ডিসিপ্লিনের উদ্যোগে সকাল সাড়ে ৭ টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি তিন নম্বর একাডেমিক ভবন থেকে শুরু করে সেন্ট্রাল লাইব্রেরি সামনের দিয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা গিয়ে শেষ হয়।

অদম্য বাংলা চত্বরে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোঃ রজিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ট্রেজারার খান আতিয়ার রহমান বলেন, বাংলার রূপের সাথে মিশে আছে সৌন্দর্য ও সংস্কৃতি; আর বসন্ত এ বাংলার তারই একটি রূপ। বসন্ত সম্ভারে আমরা যেন অসম্প্রদায়িক চেতনায় সত্যিকারের বাঙালি হয়ে থাকতে পারি। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আসমা ইয়াসমিন রুনা। পরে অদম্য বাংলা চত্বরে ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অবস্থান করে বিভিন্ন ধরনের সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে আনন্দ উৎসবে মেতে উঠে। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক, কর্মিবৃন্দসহ শিক্ষার্থীগণ উপস্থিত ছিল।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *