খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা থেকে ছাত্র-ছাত্রী ভর্তির পর সয়েল সায়েন্স ডিসিপ্লিনে ১৭টি আসন শূন্য আছে। অপেক্ষমান তালিকা থেকে গত ৭ জানুয়ারী ২০১৬ এবং ১০ জানুয়ারী ২০১৬ তারিখে রিপোর্টকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারী ২০১৬ তারিখ সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত শূন্য আসনে ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া হবে।
ওই তারিখে নির্ধারিত সময়ের মধ্যে ২নম্বর একাডেমিক ভবনের ডিন অফিসে উপস্থিত হয়ে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, ভর্তির সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট এবং আনুমানিক পাঁচ হাজার টাকা এবং পাসপোর্ট সাইজের ৫টি ছবি সঙ্গে আনতে হবে। সংশ্লিষ্ট স্কুলের ভর্তি কমিটির সভাপতি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।








সর্বশেষ মন্তব্যসমূহ