নানা আয়োজনে খুলনায় আজ (রবিবার) জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা খুলনা জেলা কমিটি র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান।’
দিবসটি উপলক্ষে সকালে খুলনা জজ আদালত প্রাঙ্গণে র্যালির উদ্বোধন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী । তাঁর নেতৃত্ব বর্ণাঢ্য র্যালিটি জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ