আগামীকাল ৩০ আগস্ট (শুক্রবার) খুলনায় ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৯ এর প্রিলিমিনারী টেস্ট (স্কুল ও কলেজ পর্যায়) অনুষ্ঠিত হবে।
পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকায় পরীক্ষা চলাকালীন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কতিপয় আদেশ জারী করেছেন।
৩০ আগস্ট সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার অধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি লাঠি বিষ্ফোরক দ্রব্য বহন এবং কেউ কোন প্রকার লাউড স্পিকার বা যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত: কেএমপি এলাকায় ৪৪টি কেন্দ্রে স্কুল পর্যায়ে সকাল ১০টা থেকে দুপুর ১১টা এবং কলেজ পর্যায়ে ২০টি কেন্দ্রে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ