খুলনা আঞ্চলিক তথ্য অফিসে শুদ্ধাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার(!) কৌশল, ইনোভেশন, সিটিজেন চার্টার ও বার্ষিক কর্মসম্পাদান চুক্তি (এপিএ) বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা ১৫ মে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ফায়জুল হক।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, শুদ্ধাচার কৌশলের মূল উদ্দেশ্য হচ্ছে সেবাগ্রহীতাদের সন্তুষ্টি অর্জন। কেবল আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরা নয়, একই সাথে সময়মতো অফিসে আসা, উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ বাস্তবায়ন করা এবং চাকরীর বিধানাবলী যথাযথভাবে মেনে চলাও শুদ্ধাচারের অংশ। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মোতাবেক সকল কাজ সম্পাদন করতে হবে এবং অফিসের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় তথ্য অধিদফতরের সিনিয়র তথ্য অফিসার আসাদুজ্জামান খান, ফিচার রাইটার মো. রেজাউল করিম সিদ্দিক ও ক্রয় কর্মকর্তা মো. শাহ আলম সরকার উপস্থিত ছিলেন।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *