জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ খুলনার নিউমার্কেট ও সিমেট্রি রোড এলাকায় ভেজার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় নিউমার্কেট এলাকায় মূল্য উল্লেখ বিহীন, বৈধ আমদানিকারকের সীল ছাড়া বিদেশী কসমেটিকস রাখায় বেবি শপকে পাঁচ হাজার টাকা এবং সিমেট্রি রোডে কস্তুরি হোটেলে রান্না ঘর নোংরা থাকা, ফ্রিজে রান্না খাবারের সাথে কাচা মাংশ সংরক্ষণ করায় পাঁচ হাজা টাকা জরিমানা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিক ভাবে অভিযুক্তদের নিকট থেকে আদায় করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধিগণ। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ