২৫ মার্চ ১৯৭১, অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে শুরু হয়েছিল গণহত্যার সূচনা, বাংলাদেশের মহান মুক্তিসংগ্রাম।
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ২৫ মার্চকে জাতীয়ভাবে গণহত্যা দিবস ঘোষণা করেছে। গণহত্যা জাদুঘর প্রতিবছর ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে। তারই ধারাবাহিকতায় আগামীকাল ২৯ মার্চ ২০১৯ শুক্রবার সকাল ১০ টায় খুলনার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গণহত্যা জাদুঘর শিশু-কিশোরদের ‘‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা” এর আয়োজন করেছে।
তিনটি গ্রুপে এ আয়োজন সম্পন্ন হবে। ক গ্রুপে অংশগ্রহণ করবে ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা, খ গ্রুপে অয়শগ্রহণ করবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা এবং গ গ্রুপে অংশগ্রহণ করবে ৯ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিচারক বরেণ্য শিল্পী হাশেম খান।
সর্বশেষ মন্তব্যসমূহ