বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর এলাকায় আজ বাজার অভিযান পরিচালিত হয়।

এ সময় ইলেকট্রনিক্স পন্যে মূল্য উল্লেখ না করায় মেসার্স এস এম আরিফ এন্টারপ্রাইজকে তি হাজার টাকা, লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রয়ের জন্য ফালতু রিচার্জ পয়েন্টকে পাঁচ হাজার টাকা, বিদেশী কসমেটিকস-এ মূল্য উল্লেখ না থাকায় মদিনা কসমেটিকসকে দুই হাজার টাকা এবং  মেসার্স সংসারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় হয়।

এ অভিযানে  সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। এছাড়া উচ্চআদালত কর্তৃক নিষিদ্ধ কোন পন্য ক্রয়/বিক্রয় করা হতে বিরত থাকতে ক্রেতা বিক্রেতাদের অনুরোধ  করাসহ  সচেতনামূলক কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট , প্যামপ্লেট বিতরণ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, শিরমনি খুলনা, ও ক্যাব খুলনা প্রতিনিধিগণ। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather
ট্যাগসমূহঃ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*

Current ye@r *