ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান।
সভায় জানানো হয় যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আগামী ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টায় নগরীর শহীদ হাদিস পার্কে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে বিদ্যালয়সমূহে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং নগরীর উন্মুক্ত স্থানে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ এন এম ওয়াসিফ ফিরোজ, মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ