ইউনিয়ন পরিষদে এসডিজিবান্ধব পঞ্চবার্ষিক ( ২০২০-২০২৫) পরিকল্পনা প্রণয়ন ও প্রকাশনা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
আজ (সোমবার) দুপুরে খুলনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় মোঃ ইকবাল হোসেন বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করার জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন, প্রকাশনা এবং বাস্তবায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিকল্পনা প্রণয়ন করা থাকলে কাজের মূল্যায়ন সহজ হয়।
সভায় খুলনার পাইকগাছা, ডুমুরিয়া, রূপসা, দাকোপ ও কয়রা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ ইকবাল হাসান।
by
সর্বশেষ মন্তব্যসমূহ