প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশটিতে একদিনে করোনায় মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যগুলোতে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান আপডেট করার পরেই এই তথ্য এলো। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ৯০৩ জনে দাঁড়ালো।
এছাড়া দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৬৫ জন। সুস্থ হয়েছে উঠেছেন ১ লাখ ৮৬ হাজার ৯৩৫ জন। দেশটিতে সুস্থ হয়ে উঠার হার ৫২ দশমিক ৭৯ শতাংশ।








সর্বশেষ মন্তব্যসমূহ