ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতার করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২১ জন।
এদের মধ্যে ৪ জনের (কোভিড-১৯) পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়াও অনেকের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। এনিয়ে ঢাকা মেডিক্যালে করোনা ইউনিট চালুর ২ মে থেকে ৯ জুন পর্যন্ত ৩৯ দিনে ৪৯১ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালসূত্র থেকে পাওয়া মৃতরা হলেন—আকরাম হোসেন (৪৫), তৈয়ব আহম্মেদ (৭৫), ইলিয়াছ (৩১), শাহজাহান আলী (৫০), ডা. এম এ জলিল (৮৪), কাউছার বানু (৬০), ফয়সাল (৩২), নুরুন্নাহার (৯২), মান্জুরা বেগম (৬৪), মাসুদ খান (৫৯), সুধাংশ কুমার সাহা (৪০), আবুল হাশেম (৪৭), হাজী মো. ফিরোজ (৫৮), সাজেদা বেগম (৬০), এ বি এম মোস্তফা কামাল (৬০), আমির হোসেন (৭৫), রফিক (৭৬), দেলোয়ার হোসেন (৬৭), ফেরদৌসী (৩৪), সালাউদ্দিন (৪৬) ও আওলাদ হোসেন (৬৩)।
by
সর্বশেষ মন্তব্যসমূহ