ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে খুলনা শহরের বয়রা বাজার রোড ও আন্দিরঘাট, রায়েরমহল সংলগ্ন এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়।
তদারকিকালে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়করণের অপরাধে
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বয়রা বাজার রোড এলাকার ‘আল বাইক হোটেল’ ও ‘শাওন ফাস্ট ফুড’ কে যথাক্রমে এক হাজার টাকা ও পাঁচশ’ টাকা এবং আন্দিরঘাট, রায়েরমহল এলাকার এ, কে ফুডকে নয় হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান’র তত্ত্বাবধানে অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন ৩-এপিবিএন, শিরোমনি, খুলনা’র সদস্যবৃন্দ। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
by
সর্বশেষ মন্তব্যসমূহ