আজ বিকাল ৪ টায় খুলনা গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনা “ধর্ষণ, নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” এ দাবীতে এক অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা আজও তনু হত্যার বিচার না হওয়াতে ক্ষোভ প্রকাশ করে। কর্মসূচির শেষ প্রান্তে জোট খুলনার সভাপতি হুমায়ুন কবির ববি উপস্থিত সকলকে শপথবাক্য পাঠে বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি এ বিষয়ে সরকারকে আরও বেশি সজাগ হবার আহ্বান জানান এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর আইন ও তা যথাযথ ভাবে প্রয়োগের দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জোট খুলনার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান বাবু, প্রভাষক দীনবন্ধু বর্ধন, জোট খুলনার সহ সভাপতি শিল্পী লুৎফুননাহার পলাশী, সহ সম্পাদক সালমানুল হক মুকুট, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম রনি, সদস্য অসীম বিশ্বাস, শিল্পী পার্থ প্রতীম সাহা।
by
সর্বশেষ মন্তব্যসমূহ