কম্যিউনিটি ডেভেলপমেন্ট সিএসআর প্রোগ্রাম অব কেপিসিএল প্রকল্পের আওতায় পরিবর্তন-খুলনার আয়োজনে আজ ২৪ ডিসেম্বর কেপিসিএল প্লান্ট সংলগ্ন এলাকায় বসবাসরত দুঃস্থ প্রবীণদের (৭৫ জন) মাঝে শীতবস্ত্র বিতরণকরা হয়।
শীতকালীন সহায়তা হিসেবে প্রতি জনকে একটি করে কম্বল ও চাদর প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাওয়ার কোম্পানী লিঃ এর আ্যসিস্ট্যন্ট জেনারেল ম্যানেজার শেখ কবির আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ মোশারফ হোসেন এবং পরিবর্তন-খুলনা’র নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড। এছাড়াও উপস্থিত ছিলেন সিএসআর প্রকল্প প্রধান শিরিন পারভীন, ফিল্ড ফ্যাসিলিটেটর সানজিদা ইসলাম এবং কম্পিউটার প্রশিক্ষক মোঃ সাজ্জাদ সরকার।
by
সর্বশেষ মন্তব্যসমূহ