স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য দুই দিনের সফরে আগামীকাল ৯ ডিসেম্বর খুলনায় আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১০ ডিসেম্বর সকাল সাড়ে নয়টায় খুলনা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বহুতল ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, সকাল সাড়ে ১০টায় খুলনা আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের কার্যক্রম পরিদর্শন ও সমবায় বিভাগীয় কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি সকাল সাড়ে ১১টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শাহাপুরে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনযাত্রার উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীদের গো-খামার পরিদর্শন এবং দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর ও আমভিটা জনতা আদর্শ সার্বিক গ্রাম উন্নয়ন বহুমূখী সমবায় সমিতি লিমিটেড’র প্রকল্প কার্যক্রম পরিদর্শন ও সমবায়ী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।








সর্বশেষ মন্তব্যসমূহ