জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বাজার অভিযান পরিচালনা করা হয়।
ডুমুরিয়া উপজেলার কাঠালতলা বাজারে মূল্য বিহীন বিদেশী কসমেটিকস রাখায় সুমন ট্রেডিং কে পাঁচ হাজার, তমা স্টোরকে পাঁচ হাজার, মূল্য বিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) রাখায় মাতৃ মেডিকেল হলকে তিন হাজার, মূল্য তালিকা না থাকায় নিউ ঘোষ ডেয়ারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অপর আরেকটি অভিযানে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তা মোড়ে মূল্য তালিকা না থাকায় স্বপনের মিষ্টির দোকানকে এক হাজার ও গৌরাঙ্গ মিষ্টি ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়।
সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম’র নেতৃত্বে এই পরিদর্শনমূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করে ৩ এপিবিএন খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।








সর্বশেষ মন্তব্যসমূহ