খুলনায় আজ (মঙ্গলবার) মোট তিন হাজার ছয়শত ২০ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন।
এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার চারশত ৬৩ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার একশত ৫৭ জন। উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় দুইশত ২০জন, দাকোপ তিনশত ৭৯ জন, দিঘলিয়া একশত ৬০ জন, ডুমুরিয়া চারশত ১০ জন, ফুলতলা দুইশত ৪০ জন, কয়রা দুইশত ১২ জন, পাইকগাছা দুইশত ৭৪ জন, রূপসা একশত ৫৭ জন এবং তেরখাদায় একশত পাঁচ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার দুই জন এবং মহিলা এক হাজার ছয়শত ১৮ জন।
by
সর্বশেষ মন্তব্যসমূহ